আবেদনের পদ্ধতি
ধাপ ১: এডমিশন এর তালিকা থেকে যে শ্ৰেণী তে ভর্তি হতে চান সেই অংশে Apply Now বাটন এ করতে হবে ।
ধাপ ২: নতুন পেজ এ একটি ফর্ম আসবে,
- সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে ।
ধাপ ৩: ফর্ম এর নিচের ঘরে একটি পাসপোর্ট সাইজ এর ছবি আপলোড করতে হবে।
ধাপ ৪: সব তথ্য সঠিক থাকলে Submit বাটন এ করতে হবে ।
ধাপ ৫: তারপর যে পেজ টি ওপেন হবে সেখানে প্রিন্ট বাটন এ ক্লিক করতে হবে।
ধাপ ৬: পেজ টি প্রিন্ট করে একাউন্ট সেকশন এ পেজ টি জমা দিয়ে এডমিশন এর টাকা জমা দিতে হবে।